খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়স্থ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারত সীমান্ত হতে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার সময় মদ, গাঁজা, ভারতীয় চিনি ও একটি গরু জব্দ করা হয়েছে।
গত শনিবার (১২ আগষ্ট) দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিওপির আওতাধীন এলাকা হতে এসব মালামাল জব্দ করে বিজিবি।
জানা যায়, এদিন গভীর রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পানুয়াছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে মালিকবিহীন ১টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম। এরপর সন্ধ্যা আনুমানিক সোয়া নয়টার দিকে লাচারীপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ফেনীরকুল নামক স্থান হতে মালিকবিহীন ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করতে সক্ষম হয়। একই সময়ে, কয়লারমূখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওসমান গনি এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমূখ নামক স্থান হতে মালিকবিহীন ১০ বোতল ভারতীয় মদ এবং ২ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
এছাড়া, রাত আনুমানিব দশটার দিকে মহামুনী বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিকবিহীন ৪ কেজি ভারতীয় চা পাতা, এবং ৫ কেজি চিনি জব্দ করতে করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ, গাঁজা চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় সাধারন ডায়েরি অন্তর্ভূক্ত করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে এবং ভারতীয় চিনি ও গরু সীতাকুন্ড কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।