Home সারাদেশ রামগড়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গীতা শিক্ষা কেন্দ্র উদ্বোধন
আগস্ট ১৩, ২০২৩

রামগড়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গীতা শিক্ষা কেন্দ্র উদ্বোধন

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি রামগড়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বয়স্ক গীতা শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের প্রকল্পের আওতায় ধর্মীয় বয়স্ক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন ও শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ১২ আগস্ট সকাল ১১ টায় দক্ষিণেশ্বরী কালীবাড়ির সম্মেলন কক্ষে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা নারায়ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বয়স্ক গিতা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শ্রীমৎ ভাগবত গীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
গীতার শিক্ষা কেন্দ্রের উদ্বোধন শেষে রামগড় উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণেশ্বরী কালীবাড়ির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারি ধর্মীয় শিক্ষার প্রসারে বর্তমান সরকারের অবদানের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন। তিনি রামগড় উপজেলার কেন্দ্রীয় মন্দির দক্ষিণেশ্বরী কালীবাড়িতে বয়স্ক গীতা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে।তিনি বলেন সুশৃংখল জীবনযাপনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। পরে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শ্রীমৎ ভগবদগীতা ও প্রয়োজনীয় শিক্ষা প্রকরণ বিতরণ করেন।
প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন দক্ষিণেশ্বরে কালীবাড়ির এই গীতা শিক্ষা কেন্দ্রটির শিক্ষা কার্যক্রম চলবে ।
এ সময় দক্ষিণেশ্বরী কালীবাড়ির উপদেষ্টা প্রভু সেবানন্দ, কামল মজুমদার , ডাক্তার বাদল চক্রবর্তী, স্বদেশ দাশ, অরবিন্দু দেবনাথ, কারবাড়ী এসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন, কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সাধন দে, সাধারণ সম্পাদক শুভাশীষদাশ, সহ-সম্পাদক লিটন দাশ,অসীম পাল, অর্থ সম্পাদক পলাশ দেবনাথ, নির্বাহী সদস্য ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু তাজু কান্তি দে,  প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *