Home বিনোদন শাহরুখের ‘জওয়ান’ সিনেমার দৃশ্য ফাঁস, তদন্ত শুরু পুলিশের
আগস্ট ১২, ২০২৩

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার দৃশ্য ফাঁস, তদন্ত শুরু পুলিশের

চলতি বছরের জানুয়ারিতে বলিউডে রাজসিক প্রত্যাবর্তন হয়েছে শাহরুখ খানের। দীর্ঘ চার বছর পর মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘পাঠান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ‘পাঠান’-এর ধারেকাছে চলতি বছরের আর কোনো হিন্দি সিনেমা ব্যবসা করতে পারেনি।

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় ৪ লুক

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় ৪ লুক

আগামী মাসে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘জওয়ান’ও বক্স অফিসে বাজিমাত করবে, ধারণা বিশ্লেষকদের। তবে মুক্তির আগে বড় দুঃসংবাদ—ছবিটির একটি ক্লিপ অনলাইনে ফাঁস হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবির শুটিংয়ের সময় মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। কেউ যেন গোপনেও কিছু রেকর্ড না করে, সেদিকেও বিশেষ নজর ছিল।

‘জওয়ান’–এর ঝলকে শাহরুখ খান
‘জওয়ান’–এর ঝলকে শাহরুখ খানছবি : ভিডিও থেকে নেওয়া

তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল, সেটা এখনো জানা যায়নি। প্রযোজনা সংস্থার তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কেউ বা কারা ছবিটি যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে জন্যই ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

এ ছাড়া প্রযোজনা সংস্থা বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টেও অভিযোগ করেছে। আদালত ক্লিপগুলো মুছে দিতে টুইটারকে নির্দেশ দিয়েছে। জানা গেছে, আদালতের আদেশ পাওয়ার পরই টুইটারের পক্ষ থেকে ক্লিপগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
শাহরুখ, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *