গত ২৪ ঘন্টায় একাধিক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে “গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিতে জোর প্রচেষ্টার” অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(রামগড় সার্কেল) জনাব মোঃ নাজিম উদ্দিন মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর(তদন্ত), রামগড় থানা সাহেবদ্বয়ের সার্বিক সহযোগিতায় এসআই(নিরস্ত্র)/মোঃ সামছুল আমিন, এসআই(নিরস্ত্র)/মোঃ মহসিন মস্তফা, এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ আলী, এএসআই(নিরস্ত্র)/খলিলুর রহমান ও সংগীয় ফোর্স সাজ্জাদ, বাপ্পাসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জিআর-৫০৩/২২, রামগড় থানার মামলা নং-০৪(১০)২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক)/৪১ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ নুরুল ইসলাম সেলিম(২৮), পিতা-মৃত আবুল কাশেম, সাং-মাস্টারপাড়া এবং ২। জিআর-৫১৮/২২, রামগড় থানার মামলা নং-০১(১০)২২, এর পরোয়ানাভূক্ত আসামী ফজলুল হক(৩৬), পিতা-মন্তু মিয়া, সাং-শশ্মানটিলা, উভয় থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি আসামী দেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।