Home জেলা রাজনীতি হঠাৎ দায়িত্ব থেকে সরানো হলো ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে
আগস্ট ৯, ২০২৩

হঠাৎ দায়িত্ব থেকে সরানো হলো ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে

‘অসুস্থতার’ কারণে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলামকে (শ্রাবণ) সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে
ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছেছবি: সংগৃহীত

তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত ২৯ জুলাই ঢাকার চার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে দায়িত্বে অবহেলার কারণে কাজী রওনকুল ইসলামের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন তাঁর ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা এলাকায় থাকার কথা ছিল। অভিযোগ উঠেছে, তিনি সেখানে যাননি। বিকেলের দিকে তিনি খিলক্ষেত এলাকায় ঝটিকা মিছিল করেন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য কাজী রওনকুল ইসলামের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে, একাধিকবার ফোন করে কথা বলার চেষ্টা করা হয়। তিনি সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *