তারাকান্দায় আমন রোপণের ধুম,ব্যস্ত সময় কাটছে কৃষকের
হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধিঃ গত ক দিনের প্রচন্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরার পর, স্বস্তির বৃষ্টিতে আমন জমিতে পানি জমে হালচাষের উপযোগী হওয়া আমন জমি তৈয়ার ও আমন ধানের চারা রোপনে ব্যাস্ত সময় কাটছে কৃষকের। জানা গেছে গত ১/২ মাস অনাবৃষ্টি, তাপদাহ, ধড়া থাকায় ময়মনসিংহের তারাকান্দায় কৃষকরা আমন চাষাবাদে জমি তৈরি করতে ও আমন ধানের চারা। রোপণ করতে পারেনি। বড় বড় কৃষক সেচ দিয়ে জমি তৈরী করে আমন ধানের চারা রোপণ করলেও ক্ষুদ্র ও মাজারি কৃষকরা বৃষ্টির পানির অভাবে জমিতে হালচাষ করতে পারেনি। জমি তৈরী ও আমন ধানের চার রোপণ করতে না পেরে কৃষকন অলস সময় পারি দেয়া গত রবি ও সোমবার ময়মনসিংহ বিভি- ন্ন স্থানসহ তারাকান্দা প্রচুর বৃষ্টিপাত হলে কৃষক আমন মৌসুমের জমি তৈরী ও আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় কাঁটাছে। তারাকান্দা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ আমন মৌসুমে ২১ হাজার ৭০ হেক্টর হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল উদশি জাতের ১৫ হাজার ২শ ৩৫হেক্টর, স্থানীয় জাতের ৫ হাজার ৩শ ২৫ হেক্টর, হাই ব্রীড জাতের ৫১০ হেক্টর। তারাকান্দা উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি শুপ্রভা শাওন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে, লক্ষমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারাকান্দা উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কাওসার আহম্মেদ খান জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।