বিএনপির ৩ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামলীর আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই তিনজনকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুর বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তুলে নিয়ে যাওয়া তিনজন হলেন ঢাকার কেরানিগঞ্জ থানার (ঢাকা-১৪ সংসদীয় আসন) কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান।