বর্ণাঢ্য আয়োজনে ৪৩ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির জন্মস্থান খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৪৩ ব্যাটালিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (৩১ জুলাই) দুপুরে তৈচালাপাড়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশালাকারের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। সাথে ছিলেন বিজিবির গুইমারার সেক্টর কমান্ডার কর্নেল এস এম মোর্শেদ সরোয়ার, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি, ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি সহ অন্যান্য সেনা ও বিজিবির আমন্ত্রিত অতিথিগণ।
এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস, এনডিসি। ধন্যবাদ বক্তব্য দেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি এবং স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত এডজ্যুটেন্ট ক্যাপ্টেন মো: নূর হোসেন।
আনুষ্ঠানিক কেক কাটার পর প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ২৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এ বি এম জাহিদুল করিম, ৪০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমদ, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান পিএসসি, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে.কর্নেল মো: এ এইচ এম জুবায়ের, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানিকছড়ি মান রাজ কুমার সুইচিং প্রুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার বাদ ফজর ব্যাটালিয়ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির সুচনা হয়।
সকাল ৮টায় ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও বিজিবির পতাকা উত্তোলন করা হয়। ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে নওগা জেলায় প্রতিষ্ঠা হয় বিজিবির ৪৩ ব্যাটালিয়ন। ২০১৬ সালের সেপ্টেম্বরে রামগড়ে বদলী হয়ে আসে ব্যাটালিয়নটি।