Home বিশ্ব ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা রাশিয়া নাকচ করে না: পুতিন
জুলাই ৩১, ২০২৩

ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা রাশিয়া নাকচ করে না: পুতিন

ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা রাশিয়া নাকচ করে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার তিনি বলেন, আফ্রিকার প্রস্তাব ইউক্রেইনে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। কিন্তু ইউক্রেইনের হামলা এ উদ্যোগ বাস্তবে রূপ দেওয়া কঠিন করে তুলছে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া সম্মেলনে আফ্রিকান নেতদের ইউক্রেইন শান্তি প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানের পর এক সংবাদ সম্মেলনে পুতিন একথা বলেন।

চীনের প্রস্তাবও শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করতে পারে উল্লেখ করে পুতিন বলেন, কিন্তু ইউক্রেইন হামলা চালাতে থাকায় যুদ্ধবিরতি করা কঠিন হচ্ছে।

তিনি বলেন, “শান্তি উদ্যোগের কিছু নিয়ম-কানুন বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু কিছু জিনিস বাস্তবায়ন করা কঠিন এবং অসম্ভব।”

আফ্রিকান নেতাদের ইউক্রেইন শান্তি পরিকল্পনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স গত জুনে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে এই পরিকল্পনা জানিয়ে বলা হয়েছিল, আফ্রিকা ইউক্রেইন যুদ্ধ থামাতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

পুতিন বলেছেন, ওইসব পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ ছিল যুদ্ধবিরতি। তিনি বলেন, “কিন্তু ইউক্রেইনের সেনাবাহিনী হামলা চালাচ্ছে, আক্রমণ করছে। তারা বড় ধরনের কৌশলগত আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে। হামলার মুখে থেকে আমরা যুদ্ধবিরতি করতে পারি না।”

আর শান্তি আলোচনা শুরুর প্রশ্নে পুতিন বলেন, “আমরা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করিনি। এই প্রক্রিয়া শুরু হতে দুই পক্ষেই সমঝোতা হওয়া দরকার।”

বিবিসি জানায়, ইউক্রেইন ও রাশিয়া উভয়ই এর আগে বলেছিল, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না।

ইউক্রেইন চায় ১৯৯১ সালে তাদের সীমানা যেমন ছিল সেটিই পুনর্বহাল হোক। তবে ইউক্রেইনের এই দাবির ঘোর বিরোধী রাশিয়া। মস্কো বলছে, আলোচনার জন্য কিইভকে তার দেশের ‘নতুন ভূখন্ডগত বাস্তবতা’ মেনে নিতে হবে।

শনিবার গভীর রাতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেন, ইউক্রেইনের ফ্রন্টে আপাতত জোরাল কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *