Home নির্বাচন বিএনপির ‘অবস্থান’ পুলিশের দখলে
জুলাই ২৯, ২০২৩

বিএনপির ‘অবস্থান’ পুলিশের দখলে

যুগপৎ ধারায় ঘোষিত একদফা শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা দাবিতে আজ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করা ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির। কিন্তু সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, গাবতলিতে বিএনপির কর্মসূচি পালনের মাইক পুলিশ নিয়ে গেছে আর চেয়ার নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিএনপি ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনির আখড়া ও মুক্তি স্মরণীর প্রবেশ মুখে। তবে এখানে বিএনপি নেতাকর্মীদের দেখা পাওয়া যায়নি এখনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *