Home জেলা রাজনীতি অবস্থান কর্মসূচির বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কঠোর হুশিয়ারী
জুলাই ২৯, ২০২৩

অবস্থান কর্মসূচির বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কঠোর হুশিয়ারী

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। একই এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *