Home জেলা রাজনীতি যুবলীগও রাজধানীর প্রবেশমুখগুলোয় কাল সমাবেশ করবে
জুলাই ২৮, ২০২৩

যুবলীগও রাজধানীর প্রবেশমুখগুলোয় কাল সমাবেশ করবে

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ আগামীকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল্লাহপুর , গাবতলী,  টঙ্গী ব্রীজ, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, শনিরআখড়া ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করবে যুবলীগ।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান প্রথম আলোকে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে আগামীকাল শনিবার যুবলীগ শান্তি সমাবেশ করবে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের তিন সংগঠন—যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *