Home বিশ্ব তেল উৎপাদন না করলেও তেল ব্যবসায় শীর্ষে সিঙ্গাপুর
জুলাই ২৮, ২০২৩

তেল উৎপাদন না করলেও তেল ব্যবসায় শীর্ষে সিঙ্গাপুর

ভূকৌশলগত অবস্থান কাজে লাগিয়ে একটি ছোট দেশ অর্থনীতিতে কতটা এগিয়ে যেতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ সিঙ্গাপুর। দেশটিতে প্রাকৃতিক সম্পদ না থাকলেও তারা এখন উন্নত দেশ। ২০২২ সালে দেশটির মানুষের মাথাপিছু আয় ছিল ৬৭ হাজার ডলারের বেশি।

দেশটি তেল উৎপাদন না করলেও তারাই বিশ্বের অন্যতম তেল সরবরাহ কেন্দ্র। দেশটির উন্নতির পেছনে তেলশিল্পের অবদানও অনেক। ২০২২ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদনে তেলশিল্পের অবদান ছিল ৫ শতাংশ। তেলশিল্পে কাজ করেন প্রায় এক লাখ মানুষ। তবে সম্প্রতি পরিবেশবান্ধব জ্বালানির চাহিদা বৃদ্ধি ও তেল খাতের অস্থিরতার কারণে দেশটির তেলশিল্প কিছুটা চাপের মুখে পড়েছে।

এমন কোনো বড় বৈশ্বিক তেল কোম্পানি নেই যারা সিঙ্গাপুরে কাজ করে না। এক্সনমবিল, শেল, বিপি, সিঙ্গাপুর পেট্রোলিয়াম কোম্পানি, সেম্বকর্প মেরিন, কেপেল করপোরেশন, পেট্রোচায়না, সিএনওসিসি, সৌদি আরামকো—এরা সবাই সিঙ্গাপুরে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *