Home অপরাধ পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
জুলাই ২৭, ২০২৩

পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর বছিলা এলাকায় ব্যারাক থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম মো. মোতালেব (৩৫)। তিনি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া বুধবার রাতে প্রথম আলোকে বলেন, এসপিবিএনের সহকারী উপপরিদর্শক মোতালেব বছিলায় এসপিবিএনের পুলিশ ব্যারাকে থাকতেন। বুধবার বেলা তিনটার দিকে সহকর্মীরা রান্নাঘরের গুদামঘরে একটি লোহার পাইপের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি মোহাম্মদপুর থানায় জানালে পুলিশ গিয়ে মোতালেবের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি মাহফুজুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *