Home বিশ্ব ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে হাঙ্গেরি
জুলাই ২৬, ২০২৩

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে হাঙ্গেরি

ইউরোপীয় ইউনিয়ন থেকে শিগগিরই হাঙ্গেরি বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আন্দ্রাস সিমোর। রোববার হাঙ্গেরির এটিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সিমোর বলেন, ব্রেক্সিট স্টাইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া অবাস্তব বিষয় নয় বরং খুব শিগগিরই হাঙ্গেরি তা করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে তিনি ‘বাস্তব বিকল্প’ বলে মন্তব্য করেন।

আন্দ্রাস সিমোর বলেন, “ইউরোপীয় জোট থেকে বেরিয়ে যাওয়াটা একটি সম্ভাবনা। গত বছর যদি এই সম্ভাবনা শতকরা ১০ ভাগ থেকে তাকে তাহলে এখন তা ২০ ভাগ বা ৩০ ভাগে পৌঁছেছে।”

দেশের বেড়ে চলা মুদ্রাস্ফীতি এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তিন হাজার কোটি ডলারের তহবিল আটকে রাখার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, তিনি আশঙ্কা করছেন যে, হাঙ্গেরি সরকার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের এ জোট থেকে বেরিয়ে যেতে পারে এবং সেটি হবে বাস্তব বিকল্প।

যদিও হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্নভাবে সুবিধা প্রাপ্ত হয়েছে তবে বেশিরভাগ অর্থনৈতিক সহযোগিতা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অভিবাসন-বিরোধী নীতি গ্রহণ করা হয়েছে তার সাথে একমত নন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতি ইউরোপীয় ইউনিয়নের যে দৃষ্টিভঙ্গি সে ব্যাপারেও হাঙ্গেরি বিভিন্ন মত পোষণ করে।

এই যুদ্ধের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের অনুসৃত নীতির কঠোর সমালোচনা করে আসছেন অরবান। তিনি বহুবার এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ইউরোপের স্বার্থ ক্ষুন্ন করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই অবস্থানকে কখনোই ভালো চোখে দেখেনি ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্র আমেরিকা।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *