নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদে’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনোয়ার হোসেন।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ২৪-৩০ জুলাই উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনোয়ার হোসেন।