‘বানানটা অন্তত ঠিক লিখুন’
ইন্দোনেশিয়ার বালিতে ছুটির মেজাজে স্বামী-সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘হবু মা’ কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সব দিকেই নজর রাখেন নেটিজেনরা। সেসব কোনোদিনই পাত্তা দেননি অভিনেত্রী।
গর্ভাবস্থায়ও যেভাবে বোল্ড অবতারে ধরা দিচ্ছেন, তা রীতিমতো ‘মেটারনিটি ফ্যাশন গোল’! একাধিকবার নেটিজেনদের ট্রলেরও শিকার হতে হয়েছে তাকে। এবার বলিউড অভিনেতা শাহরুখ খানের বার্তা শেয়ার করেই নেটিজেনদের জব্দ করলেন শুভশ্রী।
ইনস্টা স্টোরিতে শাহরুখ খানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন- ‘নিন্দুকদের প্রতি আমার বার্তা।’ কিং খানকে সেখানে বলতে শোনা গিয়েছে- ‘আমাকে অনেকদিন ট্রল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে, আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! পরে ভাবি ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে। তবে নিন্দুকদের কাছে আমার অনুরোধ, টুইটারে গালিগালাজ দিতে হলে বানানটা অন্তত ঠিক লিখুন।’