Home সারাদেশ ১১বছর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন: নতুন কমিটি ঘোষণা হয়নি
জুলাই ২২, ২০২৩

১১বছর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন: নতুন কমিটি ঘোষণা হয়নি

খন্দকার রবিউল ইসলাম রাজবাড়ী প্রতিনিধি: ১১ বছর পরে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষ হলেও তাৎক্ষণিকভাবে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়নি। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান  সম্মেলনে সভাপতিত্ব করেন।
এর আগে ২০১১ সালে সম্মেলন হয়েছিল,সেই সম্মেলনে সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছিল খন্দকার আনিসুর রহমান।
এরপরে আর জেলায় কোনো সম্মেলন হয়নি।
১১ বছর পর আবার নতুন আঙ্গিনায় দেখা দিচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। কে হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর আমেজ তৈরি হয়েছে এ সম্মেলন কে কেন্দ্র করে।
 রাজবাড়ী জেলা জুড়ে ব্যানার ফেস্টুন এ ছেয়ে ছিল । কে হচ্ছেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক? নেতাকর্মীরা বলছেন সম্মেলন শেষ হলেও নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়নি।  স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে  কর্মী বান্ধব নেতারের হাতেই নেতৃত্ব তুলে দিবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যাতে ঘুরে দাঁড়াবে দলের কাঠামো ও তৈরি হবে কর্মীবান্ধব নেতৃত্ব এমনটাই প্রত্যাশা কর্মীদের।
এ সম্মেলনে সভাপতি প্রার্থী রয়েছে ৬জন ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ৫জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *