বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন
রামগড়, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
আজ ভৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত ফরিঙ্গা এলাকা থেকে এসব ঔষধ জব্দ করে ৪৩ বিজিবির সদস্যরা।
সূত্র জানায়, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ ভাবে বিপুল পরিমান ভারতীয় ঔষধ দেশে নিয়ে এসেছে একটি চক্র এমন নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত ফরিঙ্গা নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪৬ বক্স (২৪৬০পাতা) ভারতীয় ঔষধ টাপেন্টাডল জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্র জানিয়েছে, পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা মোতাবেক জব্দকৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সাইমুম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, সীমান্তে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।