কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনের প্রশ্নে শাহিদ কাপুরের রহস্যময় উত্তর
বলিউড তারকা কারিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম কাহিনী এখন কিছুটা আড়ালে পড়ে গেছে। দুজনেই নিজেদের জীবন নিয়ে আলাদাভাবে এগিয়ে গেছেন৷ কিন্তু বলিউডে পুরনো প্রেমের গল্প মাঝে-মধ্যে নতুন করে আলোচনায় চলে আসে।
তেমনি আলোচনায় এসেছে কারিনা-শহিদের প্রেমের ঘটনা। তাদের ব্রেক-আপের বেশ কয়েকবছর পরে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে হঠাৎ সাংবাদিকরা শাহিদকে জিজ্ঞেস করেন, কারিনার সঙ্গে তার ব্রেকআপ হওয়ার কারণ৷
এতদিন বাদে সাংবাদিকদের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়েছিলেন শাহিদ। তবে নিজেকে সামলে নিয়ে শাহিদ রহস্যময় উত্তর দিয়েছেন।
শাহিদ বলেন, এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কথা বলার সময় নেই৷ কারণ এই ঘটনার বহু বছর হয়েছে ৷ তবে এইটুকুই বলতে চাই৷ কিছু কিছু রহস্য, সারাজীবন রহস্য থাকাই ভালো৷ তাহলে দুনিয়ার সব কিছু ঠিক থাকে!
প্রসঙ্গত, ২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় কারিনার।