Home অপরাধ তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
জুলাই ১৯, ২০২৩

তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক এগারো বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারপূর্বক ১৯ জুলাই (বুধবার )আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
১৭ জুলাই(সোমবার )দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার হরিয়াগাই ঈদগাহ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায়।
অভিযুক্ত শিক্ষক ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র মতিউর রহমান শামীম (২৩)।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শামসুর রহমান জানান, মাদ্রাসাটির নাজেরা বিভাগের শিক্ষার্থীকে ফুঁসলিয়ে ঐ মাদ্রাসারই শিক্ষার্থীদের ঘুমানোর ঘরে বলাৎকার করে ঐ শিক্ষক। এ সময় উক্ত শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি প্রদানপূর্বক বিষয়টি কাউকে না জানানোর জন্যও বলে সে। বলাৎকারের শিকার শিশুটি এরপর বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানালে বিষয়টি প্রকাশ পায়। এরপর শিশুটির মা শেফালী বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সকল ধরনের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *