Home বিনোদন এক নাটকে দুই বোন সাবিলা ও নাবিলা
জুলাই ১৮, ২০২৩

এক নাটকে দুই বোন সাবিলা ও নাবিলা

‘মুখোমুখি অন্ধকার’ নামে একটি নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূর ও তার বড় বোন নাবিলা নূরকে। বাস্তবের মতো নাটকেও তাদেরকে বড় বোন আর ছোট বোন চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে। সাবিলা নূরের গল্পে এটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এর আগে ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে আরও দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তার তৃতীয় গল্প।

 

এক নাটকে দুই বোন সাবিলা ও নাবিলা
‘মুখোমুখি অন্ধকার’ নাটকের দৃশ্যে সাবিলা ও নাবিলা নূর

 

বড় বোন সহশিল্পী হওয়া প্রসঙ্গ সাবিলা বলেন, ‘গল্পটি লিখার সময় নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল। তবে প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না। পরিচালকের অনুরোধে তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সে লজ্জা পাচ্ছিল। আমি থাকায় কমফোর্ট জোনের জায়গা থেকে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হয়।’

ছোটবেলায় স্কুলে পড়ার সময় ‘বেলি’সহ তিন-চারটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন নাবিলা নূর। বড় হয়ে আর টেলিভিশনে কাজ করা হয়নি তার। তবে দেশের বাইরে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত। ভালো গানও করেন। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। টেক্সাস অঙ্গরাজ্যের গাইল শহরের ডিরেক্টর অব কমিউনিটি ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *