Home দুর্ণীতি উচ্চক্ষমতাসম্পন্ন ৫০টি ক্যামেরার আওতায় আসছে পদ্মা সেতু
জুলাই ১৬, ২০২৩

উচ্চক্ষমতাসম্পন্ন ৫০টি ক্যামেরার আওতায় আসছে পদ্মা সেতু

পদ্মা সেতুর দুইপ্রান্তে উচ্চক্ষমতাসম্পন্ন ৫০টি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ক্যামেরা মনিটরিং করার জন্য সেতুর মাওয়াপ্রান্তে পদ্মা সেতু ট্রাফিক মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে পদ্মা সেতুর দক্ষিণ জাজিরা ও উত্তর মাওয়া দুইপ্রান্তে ক্যামেরার মাধ্যমে পুরো সেতু সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সেতুর নিচতলায় অপটিক্যাল ফাইবারের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানান, ক্যামেরার মাধ্যমে পুরো পদ্মা সেতু সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যেই ক্যামেরার সব কাজ সম্পন্ন হবে। সেতুর নিরাপত্তার জন্য মনিটরিং আরও জোরদার হবে। প্রতিটি টোলপ্লাজায় শুরুতেই ক্যামেরা বসানো হয়েছে।

সরেজমিন দেখা যায়, সেতুর দুইপ্রান্তে টাওয়ার বসিয়ে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। নিচতলায় ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ট্রাফিক মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। এ সেন্টার থেকেই ক্যামেরার মাধ্যমে জাজিরা ও মাওয়া দুই প্রান্তসহ পুরো সেতু সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। সবগুলো ক্যামেরার ভিডিও একমাস সংরক্ষণ করা হবে। এই ক্যামেরা বিআরটিএর সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে। এতে যানবাহনের কার্যক্রমও দেখা যাবে।

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, আগামী তিন মাসের মধ্যে পদ্মা সেতু ও অ্যাপ্রোচ সড়কে ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরা বসানোর জন্য টাওয়ার বসানো হয়েছে। নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে পুরো পদ্মা সেতুতে ৫০টি উচ্চক্ষমতার ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *