Home খেলা আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি
জুলাই ১৬, ২০২৩

আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের হাতছানি। দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটির। আফগানদের বিপক্ষে আগের দুই সিরিজে সাফল্য নেই বাংলাদেশের। দেরাদুনে ২০১৮ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ।

গত বছর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ ড্র করে দুই দল।

এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১৫৫ রানের টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজ রোববার জয় পেলে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ পাবেন সাকিবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *