Home সারাদেশ ধোবাউড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু
জুলাই ১৬, ২০২৩

ধোবাউড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দক্ষিনমাইজপাড়া ইউনিয়নে চারুওয়াপাড়া বাজার সংলগ্ন রাস্তায় ট্রাকচাপায় মো. রিফাত (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকালে ৫-৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। রিফাত বঘাজড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।স্থানীয় সৃত্রে জানা যায়, রিপাত মাদ্র্যসা ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রৌওনা হইয়া রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্চিল । এসময় একটি সিমেন্ট বুঝায় ট্রাক তাকে পেচন থেকে চাপা দিলে রাস্তার পাশে পড়ে যায় ট্রাকে থাকা সিমেন্ট প্রায় ১০০ শত বস্তা শিশুটির উপরে পড়ে। সাথে সাথে স্থানীয়রা সিমেন্টের নিচ থেকে উদ্ধার করতে প্রচুর সময় নষ্ট হওয়ার পরেও ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ইতি মধ্যে ট্রাক এবং ড্রাইভারকে আটক করেছে সাধারন জনতা।কর্তব্যরত ডাক্তার অনিন দিতা জানান, স্পটেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ পরিদর্শক ( তদন্ত) জালাল উদ্দিন বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি মামলা হলে পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *