Home খেলা কত বোনাস পেলেন সাবিনারা
জুলাই ১৬, ২০২৩

কত বোনাস পেলেন সাবিনারা

নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ আজ রোববার অনুষ্ঠিত হবে। তার আগে শনিবার বাংলাদেশ নারী ফুটবল দলকে উৎসাহ দিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি দলের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাস দেন। বৃহস্পতিবার প্রথম ম্যাচে সফরকারীদের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। নেপালের বিপক্ষে এই সিরিজের মধ্য দিয়ে নয় মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন সাবিনারা।

বাংলাদেশ এর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছর ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

এদিকে ফিটনেস ট্রেইনার অস্ট্রেলিয়ান ইভান রাজলক ফিফা প্রীতি সিরিজে নেই। এটা জানার পর তাকে শোকজ করেছেন বাফুফে সভাপতি।

তার কথায়, ‘যখন আজ (শনিবার) জানতে পারি যে মেয়েদের সিরিজে সে নেই, তখন তাকে আমি শোকজ করতে বলি। উত্তর সন্তোষজনক না হলে তাকে বরখাস্ত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *