Home সারাদেশ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকসহ নিহত ৪
জুলাই ১৫, ২০২৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকসহ নিহত ৪

বগুড়া আদমদীঘির মুরইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালকসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার মুরইল বাস স্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাক চালক ঢাকার কামরাঙ্গিচরের গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০) নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) এবং অপর ট্রাকের মালিক ও চালক নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) এবং চালকের সহকারী লালমনিরহাট সদরের জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩)। জানা যায়, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাক বিকল ছিল। চালক সেটিকে সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিল। এই সময় বগুড়ার দিক থেকে আসা একটি মিনি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিনি ট্রাকের তিনজন ও বিকল হওয়া ট্রাকের একজন মারা যান।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আদমদীঘির মুরইল বাস স্ট্যান্ডের আগে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাক রাতে নষ্ট হয়। সেটি মেরামতের কাজ করছিলেন মালিক ও চালক মোস্তাক আলী। ওই সময় ঢাকা থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক নওগাঁ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা মোস্তাকের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তাক ও অপর ট্রাকের সহযোগী সাইফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নেওয়া হয়। তাদের মধ্যে চিকিৎসকেরা প্রথমে মোস্তাককে ও পরে সাইফুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় আর কেউ আহত নেই। ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *