Home বিনোদন নিজেকে নির্দোষ দাবি আমিশার
জুলাই ১৪, ২০২৩

নিজেকে নির্দোষ দাবি আমিশার

দীর্ঘদিন বলিউড সিনেমায় দেখা মেলেনি অভিনেত্রী আমিশা প্যাটেলের। তবে ‘গদর ২’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসেন আমিশা। কিন্তু ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্কের জন্য চর্চায় রয়েছেন অভিনেত্রী। কয়েক বছর আগে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে আমিশার বিরুদ্ধে। সম্প্রতি সেই মামলাতেই আদালতে হাজিরা দিলেন তিনি। ২০১৮ সালে একটি ছবি তৈরির জন্য অভিনেত্রীকে আড়াই কোটি টাকা ধার দেন প্রযোজক অজয়। ছবিটি মুক্তির পর সুদসহ টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন আমিশা ও কুনাল। তারপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই প্রযোজক। প্রথমদিকে একাধিকবার মামলার হাজিরা এড়ালে গত এপ্রিল মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর গত মাসেই আদালতে হাজিরা দেন আমিশা। আত্মসমর্পণের পর জামিনে মুক্তিও পান তিনি। সম্প্রতি সেই মামলাতেই ফের ঝাড়খণ্ডের আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী। তবে এবার মামলার শুনানি চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন আমিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *