Home জীবনযাপন স্ত্রীর দেওয়া হলো না চাকরির পরীক্ষা, লাশ হলেন স্বামী
জুলাই ১৪, ২০২৩

স্ত্রীর দেওয়া হলো না চাকরির পরীক্ষা, লাশ হলেন স্বামী

চাকরির নিয়োগ পরীক্ষার জন্য স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রাজধানীর ডেমরার একটি কেন্দ্রে যাচ্ছিলেন স্বামী মতিউর রহমান। পথিমধ্যে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজনই।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা যান স্বামী মতিউর রহমান (৩৫)। আর মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রী জাকিয়া খাতুন (২৮)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এ দুর্ঘটনা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় মতিউর রহমানের।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী দেশ রূপান্তরকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর যাত্রাবাড়ী থানার পাশে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হন। পরে মারা যান মতিউর রহমান। তার মাথায় গুরুতর জখম হয়। একই ঘটনায় আহত তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আহত জাকিয়া দেশ রূপান্তরকে জানান, তারা থাকেন গাজীপুরের কালীগঞ্জে। তার স্বামী মতিউর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। আর তিনি বেকার। জাকিয়া এলজিইডিতে একটি নিয়োগ পরীক্ষার জন্য সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন। ডেমরার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কিছুই মনে নেই তার।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া খাদিজা বেগম নামে এক পথচারী জানান, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পান মতিউর আর তার স্ত্রী জাকিয়া কোমরে আঘাত পান। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *