Home ছবি ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল রুমা-থানচির
জুলাই ১৪, ২০২৩

ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল রুমা-থানচির

দেশের অন্যতম পর্যটন জেলা বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

শুক্রবার (১৪ জুলােই) বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে রোয়াংছড়ি উপজেলা ছাড়া বান্দরবানের অন্যান্য সব উপজেলায় পূর্বের মতো স্থানীয় ও বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে, র‍্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের কারণে পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২০২২ সালের ১৭ অক্টোবর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *