Home সারাদেশ দুধকুমার বইছে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে
জুলাই ১৪, ২০২৩

দুধকুমার বইছে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে

কুড়িগ্রামে দুধকুমার ও ধরলার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানিও। বন্যা পরিস্থিতির অবনতি। পানিবন্দি হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত: ১৫ হাজার পরিবার। এসব এলাকা কাঁচা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

আজ শুক্রবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস জানায়, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি সদর পয়েন্টে ১ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উলিপুরের বেগমগঞ্চ ইউনিয়ন ও সদরের যাত্রাপুর, পাঁচগাছী, ভোগডাঙ্গা, ঘোগাদহ ও মোগলবাসা ইউনিয়নের চরাঞ্চলগুলোর ঘর-বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কুড়িগ্রামে দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে ১ সেন্টিমিটার ও তালুকশিমুল বাড়ি পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *