Home অপরাধ তারাকান্দায় ভাইস চেয়ারম্যান হুরায়রা তালুকদারকে সংবর্ধনা 
জুলাই ১৪, ২০২৩

তারাকান্দায় ভাইস চেয়ারম্যান হুরায়রা তালুকদারকে সংবর্ধনা 

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত মোঃ আবু হুরায়রা তালুকদারকে এলাকাবাসীর আয়োজনে বুধবার (১২ জুলাই) রাতে সংবর্ধনা দেওয়া হয় ও আন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে কোরআন তিলাওয়াতের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগীতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারকারীর মাঝে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কার প্রদান ও ১ম স্থান অধিকারকারীর পড়াশোনা করার সকল খরচ বহন করার ঘোষনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল, বিসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদ মাস্টার, হারান চন্দ্র সরকার, সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল জলিল ও সঞ্চালনায় ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব খোকন মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল রশি টান, হাঁস ধরা, কলাগাছে উঠা ও হাঁড়ী বাঙ্গা। এসব খেলা হাজার হাজার জনতা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *