রামগড়ে নারী ও শিশু নির্যাতন মামলা গ্রেফতার ১ জন।
তাজু কান্তি দে, রামগড় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাজিম উদ্দিন ও রামগড় থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোহাম্মাদ আলী, এসআই(নিঃ)/ সামশুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রামগড় থানার মামলা নং-০২, তারিখ- ১১/০৬/২০২৩ খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর আসামী মোঃ শরিফুল ইসলাম(২৪), পিতা-মোঃ আবদুল মান্নান, মাতা-রোকেয়া বেগম ,সাং- পশ্চিম বলিপাড়া (০৭নং ওয়ার্ড, রামগড় ইউনিয়ন, ) , উপজেলা/থানা- রামগড়, জেলা -খাগড়াছড়ি, শরীফুল ১নং রামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম বলিপাড়ার মান্নান সওদাগরের ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।