Home জেলা রাজনীতি বিএনপির সঙ্গে বসতে পারেন উজরা ও লু
জুলাই ১৩, ২০২৩

বিএনপির সঙ্গে বসতে পারেন উজরা ও লু

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে সংকট নিরসন এবং সুষ্ঠু নির্বাচনের উপায় বের করতে ‘ভিসা নীতি’ ঘোষণাসহ রাজনৈতিক দলগুলোকে নানাভাবে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর করা মার্কিন প্রতিনিধিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেননি। তবে এবার মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও ডোনাল্ড লু বিএনপির সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ সফর করলেও আলাদা করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন না। তারা সরকারপ্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। তবে উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি এবার বিএনপির সঙ্গে কথা বলবে। অবশ্য বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছে না যুক্তরাষ্ট্র। সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি ঢাকার মার্কিন দূতাবাস।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, এ ব্যাপারে আপনারা কোথা থেকে কী শুনেছেন আমি জানি না। এ বিষয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। আমি যতদূর জানি বা যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি, ওরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে বৈঠক করবে না। আর যদি হয়েও থাকে সেটা আপনারা দেখতে পারবেন। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে আমি কিছু জানি না।

চলতি বছরের শুরুতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করেছেন। পরের মাসে ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেট ঢাকা সফর করেন। এর আগে, গত বছরের নভেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার এবং একই বছরের মার্চে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সফরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়নি।

চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছান মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যিনি কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন এবং ভিসা নীতি প্রণয়নে তার বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌরও উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, উজরার সফরে ঢাকার পক্ষ থেকে শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি, নির্বাচন নিয়ে প্রস্তুতি, র‌্যাবের নিষেধাজ্ঞা ও রোহিঙ্গা সমস্যা মূল ফোকাসে থাকার আভাস রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, ডিজিটাল নিরাপত্তা আইন ও মানবপাচারের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *