Home জেলা রাজনীতি ১৫ জুলাই জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
জুলাই ১৩, ২০২৩

১৫ জুলাই জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশে সফররত ইইউ প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। আগামী ১৫ জুলাই দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরী মিরিলিন ডিও জামায়াতে ইসলামীর কাছে চিঠি পাঠিয়েছেন।

দলীয় একটি সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ ৪-৫ জন নেতা ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ঘোষণার পরই ঢাকায় সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। মাঠের রাজনীতিতে ১৩ বছর কোণঠাসা দলটির আমির-সেক্রেটারিসহ অন্তত দুই ডজন শীর্ষ নেতা জেলে থাকা অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সফল সমাবেশের আয়োজনও করে দলটি।

জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে এমন নির্বিঘ্ন সমাবেশের পর রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। আলোচনা হচ্ছে, সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের যোগাযোগ কিংবা আঁতাতের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী অগ্রগামী দল গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছেন।

প্রতিনিধিদলটি মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপযোগিতা এবং সম্ভাব্যতা মূল্যায়ন করবে। এ লক্ষ্যে এখানকার রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী কাঠামোর মূল্যায়ন, ঘনিষ্ঠ অংশীদার সরকারি কর্তৃপক্ষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন।

ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টিসহ নিবন্ধিত-অনিবন্ধিত ১৪-১৫টি দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ১৫ জুলাই দিনের বিভিন্ন সময়ে দলগুলোর সঙ্গে এ বৈঠক হবে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছে ইইউ প্রতিনিধিদল।

মঙ্গলবার (১১ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, জামায়াত সূচনা থেকেই বলে আসছে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অনেক দেশ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিচ্ছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও একই আহ্বান জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *