Home অপরাধ দুই হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী শ্রীঘরে
জুলাই ১৩, ২০২৩

দুই হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী শ্রীঘরে

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ সেতারা (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী মারসা বাসে অভিযান চালিয়ে যাত্রী বেশে ইয়াবা পাচারকালে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে টাইট পলিপ্যাকের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

আটককৃত সেতারা কক্সবাজার জেলার টেকনাফ থানার ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প (বি-ব্লক, রুম নং-৩২৩) এর মৃত আব্দুস শুক্কুরের মেয়ে।

ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *