শাল্লার হেলাল হত্যা মামলা পিবিআইতে হস্তান্তরের সিদ্ধান্ত
সুনামগঞ্জের শাল্লা থানার সাতপাড়া বাজারে আলোচিত হেলাল হত্যা মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশনকে (পিবিআই) হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। সোমবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা সক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে একই বাজারে হাবিব মেম্বার হত্যা মামলায় জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আবুল কালাম নিক্সন, ইছব মিয়া, শফিকুল মিয়া, কুদ্দুছ ও আলাল মিয়াকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিহত হেলালের বাবা কুদ্দুছ মিয়া ও বড়ভাই শফিকুলও রয়েছেন।
এছাড়া হাবিব হত্যা মামলায় ৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। তারা হলেন- আমির মিয়া, শুক্কুর আলী, হোসেন মিয়া, খোকন মিয়া, আশিক মিয়া, মাসুক মিয়া, শাহীন শাহ, রায়হান মিয়া ও মেহেদী।
শাল্লা থানার এসআই পান্না লাল দেব আসামিদের উগ্র, উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী হিসেবে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত আবেদনে এই পুলিশ কর্মকর্তা বলেন, সংঘবদ্ধ এই দল ওমর ফারুকের মালিকানাধীন সাতপাড়া বাজারসংলগ্ন জমিতে বেআইনিভাবে টিনের ঘর নির্মাণ করেন। গত ২৭ জুন বেলা ১১টায় ঘর নির্মাণে বাধা দিতে গেলে আসামিরা দেশীয় দা, টেঁটা, লোহার রড, বল্লম ও ইট পাটকেল নিয়ে আক্রমণ করে। আসামি নিজাম উদ্দিনের হুকুমে এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে হাবিবুর রহমান মারা যান। গুরুতর আহত হয়েছেন