Home শিক্ষা-ক্যাম্পাস ২০২৪ সালে এসএসসি পরীক্ষা ৩ ঘণ্টায়
জুলাই ১১, ২০২৩

২০২৪ সালে এসএসসি পরীক্ষা ৩ ঘণ্টায়

২০২৪ সালের এসএসসি ও সমমানের প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘণ্টায় ও পূর্ণ নম্বরে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী বছরের (২০২৪) এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করে।

এতে বলা হয়, আগামী বছরের (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির কারণে এইচএসসি পরীক্ষা হয়নি। এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ হয়। পরের দুই বছর এইচএসসি পরীক্ষা হলেও তা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *