Home দুর্ণীতি সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা
জুলাই ১১, ২০২৩

সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা

এক মাসের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা ধার্য করা হয়েছে। নতুন দাম বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১১ জুন ১০ টাকা দাম কমিয়ে বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা ও খোলা পাম তেল ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *