Home রাজনীতি রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ
জুলাই ১১, ২০২৩

রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রুশ জাহাজ এমভি মার্গারেট।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্টিক ওজনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে গত ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে এমভি মার্গারেট। এক মাসেরও বেশি সময় পর আজ মঙ্গলবার রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি মোংলা বন্দরে ভিড়ে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে জাহাজ হতে পণ্য খালাসের কাজ শুরু হবে। পণ্য খালাসের পর জাহাজটি বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে। পরে খালাসকৃত পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে, গত ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এমভি লিবার্টি হারভেস্ট। তার আগে গত ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *