Home জেলা রাজনীতি আওয়ামী লীগকেও ২৩ শর্তে সমাবেশের অনুমতি
জুলাই ১১, ২০২৩

আওয়ামী লীগকেও ২৩ শর্তে সমাবেশের অনুমতি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। বুধবার সমাবেশের বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। এ ছাড়া দেওয়া হয়েছে আরো ২২ শর্ত।

একই দিনে বিএনপিকে নয়পাল্টনে সমাবেশের অনমুতি দিয়েছে ডিএমপি। তাদেরও দেওয়া হয়েছে ২৩ শর্ত।

মঙ্গলবার ডিএমপি বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে আলাদাভাবে চিঠি দিয়ে এই অনুমতির কথা জানিয়েছে।

বুধবার ঢাকায় সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। এজন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল দলটি। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণায় তাঁদের নতুন কর্মসূচিও থাকবে।

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিএনপির সমাবেশের দিন বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি।

যেসব শর্তে আওয়ামী লীগ–বিএনপিকে সমাবেশের অনুমতি

১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে;

২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে;

৩. অনুমোদিত স্থানেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে;

৪. নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে;

৫. স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের চারদিকে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *