Home বিনোদন এক লাফেই পারিশ্রমিক বাড়ালেন ১৩৫ শতাংশ
জুলাই ১১, ২০২৩

এক লাফেই পারিশ্রমিক বাড়ালেন ১৩৫ শতাংশ

গত কয়েক বছরে বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামাম’, ‘জার্সি’, ‘সুপার ৩০’-র মতো ছবিতে কাজ করে নিজেকে চিনিয়েছেন ম্রুণাল। শহিদ কাপুর, হৃতিক রোশানের মতো তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন বলিউড ছবিতে।

‘সীতা রামাম’ ছবিতে দক্ষিণী অভিনেতা দুলকার সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ম্রুণাল। সেই ছবি সাড়া জাগিয়েছিল বক্স অফিসেও। এমন একাধিক সফল ছবিতে কাজ করার পরে এবার নিজের পারিশ্রমিক বাড়ালেন অভিনেত্রী। খবর, নিজের পারিশ্রমিক প্রায় ১৩৫ শতাংশ বাড়িয়ে দিয়েছেন ম্রুণাল। আগে যে কাজের জন্য ৮৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন তিনি, এখন সেই কাজের জন্যই ২ কোটি টাকা দাবি করে বসেছেন অভিনেত্রী। ‘সীতা রামাম’-এর বক্স অফিস সাফল্যের পরে দক্ষিণী বিনোদন জগতের পাশাপাশি বলিউডেও নিজের জমি শক্ত করেছেন ম্রুণাল। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ় ২’। সেই অ্যান্থোলজির প্রথম ছবিতেই অভিনয় করেছেন ম্রুণাল। নীনা গুপ্ত ও অঙ্গদ বেদীর মতো শিল্পীদের সঙ্গে দেখা গিয়েছে তাকে। যদিও সমালোচকদের প্রশংসা অর্জন করতে পারেনি এই ছবি। তা সত্ত্বেও অভিনেত্রী হিসাবে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্রুণাল।

টেলিভিশনে অভিনেত্রী হিসাবে হাতেখড়ি ম্রুণালের। ২০১২ সালে এক জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে অভিনেত্রী হিসাবে পথচলা শুরু ম্রুণালের। ২০১৪ সালে একটি মরাঠি ছবিতে বড় পর্দায় অভিষেক হয় তার। তার পরে ২০১৯ সালে ‘সুপার ৩০’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ম্রুণাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *