Home বিনোদন চিকনি-চামেলি হয়ে ফিরতে চান মাহিয়া মাহি
জুলাই ১০, ২০২৩

চিকনি-চামেলি হয়ে ফিরতে চান মাহিয়া মাহি

মা হওয়ার পর মুটিয়ে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান অভিনেত্রী। আর এজন্য তাকে দু’মাস অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার প্রহর আর সইছে না অভিনেত্রীর। এমনটাই জানান দিলেন মাহি নিজেই।
নিজের ফেসবুকে রবিবার লিখেছেন, ‘আহ্! আর ২ টা মাস কখন শেষ হবে? জিম করবো, ডায়েট করবো? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করবো? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, আপাতত চলচ্চিত্রে থেকে দূরে থাকা মাহিয়া মাহি গত মার্চে পুত্র সন্তানের মা হন। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন তিনি নিজেই। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *