উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী, বললেন, ‘আমার কোনো সীমারেখা নেই’
শ্রাবন্তী চ্যাটার্জী যিনি ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই একাধিকবার শিরোনামে এসেছেন। আর তাকে নিয়ে শিরোনাম হওয়া যেন স্বাভাবিক বিষয়ে হয়ে উঠেছে। তবে এবার শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন সুন্দরী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবিতে তাকে দেখা গিয়েছে সুইমিং পুলে, বেশ আবেদনময়ীরূপে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নতুন কিছু শিখুন, ভিন্ন কিছু চেষ্টা করুন, নিজেকে বোঝান যে আপনার কোন সীমারেখা নেই’।
শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করছেন সৌন্দর্যের বিভিন্ন উপমায়। কেউ কেউ আবার কটাক্ষও করছেন মন্তব্যের ঘরে। কেউ বলছেন ‘হট’, আবার কেউবা লিখছেন ‘আগুন’।
শ্রাবন্তী ব্যক্তি জীবনে বিয়ে আর ডিভোর্সের কারণে সব সময় আলোচনাতেই থাকেন। ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। সেই সংসারে ছেলে সন্তানও রয়েছে, নাম অভিমূন্য। এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন টালি অভিনেত্রী। কিন্তু সেই সংসারও ফাটল ধরেছে নায়িকার।