ভারত এশিয়া কাপ খেলতে না এলে আমরাও বিশ্বকাপে যাব না পাক ক্রীড়ামন্ত্রী
পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজ়ারি বলেছেন, ভারতের আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। তবে ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ কেন্দ্রে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। একদিনের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শুক্রবার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন। তার পর শনিবার এই মন্তব্য করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। খবর আনন্দবাজারের।
বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় আহমেদ ছাড়াও পাকিস্তান অভ্যন্তরীণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল চিঠিতে।
পরিপ্রেক্ষিতে পাক ক্রীড়ামন্ত্রী বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে একই দাবি করব।
বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে মাজ়ারি বলেন, আহমেদাবাদ কোনো বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব। কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা। পিসিবি চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় গেছেন। আগে দেখি তিনি ফিরে এসে কী জানান।
তিনি বলেন, ভারত বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়ারদারি। সদস্য হিসাবে রয়েছেন ১১ জন মন্ত্রী। তাদের মধ্যে আমি একজন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে সুপারিশ করব। প্রধানমন্ত্রী পিসিবির প্যাট্রন ইন চিফ। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।