Home বিনোদন ফের বিয়ের জন্য পাত্র খুঁজছেন রাখি
জুলাই ৮, ২০২৩

ফের বিয়ের জন্য পাত্র খুঁজছেন রাখি

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিয়ে ভেঙে গেছে বেশ কয়েক দিন আগে। আবারও বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। এবার ‘ভালো’ স্বামী চাই রাখির। আর সে জন্যই কিনা আজব কাণ্ড ঘটিয়ে বসলেন নিজের সঙ্গে! বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মাথায় ফাটালেন ডিম। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। এর পরই সংসার জীবনে অশান্তি। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েক দিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় দুজনকে।

এরই মধ্যে কিছু দিন আগে মাকে হারান রাখি। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে মারধর ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়।

অতীতের তিক্ত সব অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভালো বর চাই’ বলতে বলতেই নিজের মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

এর পরই বিদ্রূপের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আলোচনায় থাকার জন্য রাখির বিভিন্ন সময় উদ্ভট কর্মকাণ্ডের সমালোচনাও করেছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *