Home বানিজ্য মার্কেন্টাইল ব্যাংকে ‘ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম উইথ হাইলাইটস অন সিআইবি অনলাইন রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
জুলাই ৫, ২০২৩

মার্কেন্টাইল ব্যাংকে ‘ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম উইথ হাইলাইটস অন সিআইবি অনলাইন রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম উইথ হাইলাইটস অন সিআইবি অনলাইন রিপোর্টিং’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন এবং সারাদেশের বিভিন্ন শাখায় ক্রেডিট ডেস্কে কর্মরত ৭৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, ব্যাংকের মৌলিক ঝুঁকিসমূহ নিরসনের গাইডলাইন্সগুলো যথাযথভাবে অনুসরণের পাশাপাশি প্রশিক্ষণে আলোচিত বিষয়সমূহ আত্মস্থ করতে প্রশিক্ষণার্থীদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

একইসাথে প্রশিক্ষণে আলোচিত বিষয়গুলো তাত্তি¡ক উপস্থাপনার সাথে বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কেও আলোকপাত করা হয়। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও এসভিপি শামীম আহমেদ এবং

এভিপি রতন কুমার বসাক প্রশিক্ষণে সেশনগুলো পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

 

 

 

 

–সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *