Home সারাদেশ ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে গুইমারা রিজিয়ন
জুন ২৭, ২০২৩

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে গুইমারা রিজিয়ন

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে গুইমারা রিজিয়ন

তাজু কান্তি দে :খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে গুইমারা রিজিয়ন সোমবার শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক স্থানীয় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, সাধারণ চাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, নুডুলস্ অসহায়দের মাঝে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহবান জানান। এছাড়াও ঈদ উপহার সামগ্রী গ্রহনে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান।

এসময় সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার, গুইমারা রিজিয়নের বিএম এবং গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *