Home বিনোদন রাকুলের অজানা গল্প
জুন ২৬, ২০২৩

রাকুলের অজানা গল্প

বলিউডের হাল সময়ের অভিনেত্রী রাকুল প্রীত সিং। ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গাও তৈরি করে ফেলেছেন। ঝুলিতে জড়ো হতে শুরু করেছে সাফল্যও। সাফল্যের পেছনে লুকিয়ে থাকে একগুচ্ছ ত্যাগ আর প্রচেষ্টা। ত্যাগ করতে হয় হাজারো ইচ্ছে ও স্বপ্নকে। অনেক কিছুতেই হয় মন খারাপ। তবুও সবাইকে দেখাতে হয় হাসিমুখ। তবে মন খারাপ হলে কী করেন রাকুল প্রীত? এমন প্রশ্ন সবার মুখে।

এ প্রসঙ্গে নিজের গল্প বলতে গিয়ে অভিনেত্রী বলেন, যখন কোনো মানুষ একজন পাবলিক ফিগার হয়ে যায়, তখন একা থাকার সময় কমে আসে। কোন কোন জিনিসে খারাপ লাগতে পারে তা বুঝে সেগুলোকে এড়িয়ে চলতে হয়। কখনো মন খারাপকে নিজের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করতে দিই না।

আমি নিজেকে কিছুক্ষণ বোঝাই যে নিজের সমস্ত আবেগগুলোকে লুকিয়ে ফেলা ভীষণ জরুরি। আমি মন খারাপ কাটাতে নিজের সঙ্গে নিজে কথাও বলি। মাঝে মাঝে মন খারাপ হলে খেলতেও চলে যাই। কখনো সিনেমা দেখি। মোট কথা, কারও সামনে মন খারাপটা প্রকাশ পেতে দিই না। সামনেই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে রাকুলের নতুন রোমান্টিক থ্রিলার ছবি ‘আই লাভ ইউ’। ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *