Home জেলা রাজনীতি পুলিশের তালিকা করার খবর গুজব গয়েশ্বর
জুন ২৬, ২০২৩

পুলিশের তালিকা করার খবর গুজব গয়েশ্বর

বিএনপির পক্ষ থেকে পুলিশের তালিকা করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমসহ দলটির সব কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম।

সমাবেশে গয়েশ্বর বলেন, সরকার নানাভাবে বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা নানা মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। বিএনপির নেতা-কর্মীদের এ ব্যাপারে সাবধান থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পুলিশ ও প্রশাসনের লোকদের ঐক্যবদ্ধ করার জন্য সরকার নানা সময় নানা গুজব ছড়াচ্ছে। যেমন—একটা গুজব ছড়িয়েছে, তারা (বিএনপি) নাকি পুলিশের তালিকা করছে! পুলিশের তালিকা বিএনপিকে করতে হবে কেন? আওয়ামী লীগ সরকার চলে গেলে, পুলিশের লোকজনই বলবে, কে অপকর্ম করেছে। পুলিশের তালিকা করার গুজবটি এ কারণে ছড়ানো হচ্ছে, যাতে সব পুলিশ বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করে।

সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই—সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রদূত (মার্কিন) বলেছেন, বাংলাদেশের কাছে তাঁরা কিছু চান না। আর তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, কয়েক দিন আগে তারা বলেছে, ভারতকে যা দিয়েছে, তা সারা জীবন মনে থাকবে। এখন আর দেওয়ার মতো কিছু নেই। তিনি (শেখ হাসিনা) ভেবেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন (যুক্তরাষ্ট্র), তিনি গিয়ে ম্যানেজ করবেন। তিনি (মোদি) নিজের গদি রক্ষা করবেন, নাকি আওয়ামী লীগ সরকারের গতি রক্ষা করবেন! তাঁরই (মোদি) তো সমস্যার শেষ নেই। তিনি আবার কার জন্য সুপারিশ করবেন!

বিএনপির নেতাকর্মীদের কোরবানি ঈদের পর দ্রুত ঢাকায় ফেরার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, সবাই যদি ঢাকায় একসঙ্গে আসেন, আর বাংলাদেশের মানুষ যদি ঢাকার দিকে আসা শুরু করে, তাহলে কী হবে বোঝেন! যদি এটা বোঝেন, তার জন্য প্রস্তুত থাকেন।

প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *